Daily News BD Online

রংপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


আনোয়ার হোসেন, রংপুর জেলা প্রতিনিধি :
রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের আওতায় রংপুর জেলায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি।

এসময় আবদুল্লা-আল-শাহীন, প্রকল্প পরিচালক (উপসচিব), ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ  প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এসময় আরো উপস্থিত ছিলেন  ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার রংপুর, উপজেলা পরিষদের চেয়ারম্যান; পৌরসভার মেয়র ; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার;   উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও); থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি); রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকল ধর্মের ধর্মীয় নেতৃবন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন