নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল গত ১ জুন বৃহস্পতিবার মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইউসুফ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
শোক সভায় বক্তারা বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল একজন সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর ব্যবহার মানুষকে মুগ্ধ করেছে। তাঁর অনুপস্থিতি সত্যিই মেনে নেওয়ার মতো না।
উল্লেখ্য, গত ৩১ মার্চ দিবাগত রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ওই দিন বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
আইয়ুব ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হোন তিনি। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন আইয়ুব।
Tags
বাংলাদেশ