Daily News BD Online

মানসিক ভারসাম্যহীনকে গণধর্ষণ : দুই অভিযুক্ত শিশুর দশ বছর কারাদন্ড


সাপাহার (নওগাঁ)  প্রতিনিধিঃ
নসিক ভারসাম্যহীন এক মহিলাকে গণ ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই শিশুকে ১০ বছর আটকাদেশ দিয়েছেন নওগাঁর শিশু আদালত—২ এর বিচারক জেলাও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জানুয়ারি রাত্রী আনুমানিক পৌন ১২ টার সময় সাপাহার উপর জিরো পয়েন্ট তাল পুকুরমসজিদের পিছনে একই উপজেলার দুই জন শিশু মানসিক ভারসাম্যহীন একজন মহিলাকে ধর্ষণ করে। সাপাহারথানার পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজজনাকীর্ণ আদালতে উভয় অভিযুক্ত শিশুকে ১০ বছর করে আটকাদেশের নির্দেশ দেন। অভিযুক্তরা আদালতেউপস্থিত থাকায় তাদেরকে সাজা পরোয়ানা মূলে নওগাঁ জেলা কারাগারে পের্র ণ করা হয়। রাষ্ট্র পক্ষে বিশেষ
কৌশলী এ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন ও আসামী পক্ষে এ্যাডভোকেট মোঃ মনজরুল হক মামলা পরিচালনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন