Daily News BD Online

ভয়-ভীতি দেখিয়ে বাড়ির উপর দিয়ে থ্রিফেস বিদ্যুৎ লাইন লাগানোর চেষ্টা


আনোয়ার হোসেন, রংপুর জেলা প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদার ও স্থানীয় এক প্রভাবশালী কর্তৃক বাড়ি মালিক কে ভয়-ভীতি দেখিয়ে পল্লী বিদ্যুতের লাইন টাঙ্গানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের, ছাতুয়া গ্রামের সুন্দরী মোড়ে।

অভিযোগে জানা যায় -উক্ত গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র প্রভাবশালী মনজুর হোসেন একই গ্রামের পিতা মৃত আমজাদ হোসেনের পুত্র আব্দুর রহিম মিয়ার নিকট কোন অনুমতি না নিয়ে আব্দুর রহিম মিয়ার বাড়ির উপর দিয়ে গত ০৬/০৬/২০২৩ ইং তারিখ বিকাল ৪ ঘটিকার সময়, পল্লী বিদ্যুতের নিযুক্ত ঠিকাদার ও মনজুর হোসেনের লোকজন সহ জোরপূর্বক থ্রি ফেজ বিদ্যুৎ লাইন টাঙ্গানোর চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান ও তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে মনজুর হোসেনের  লোকজন বিভিন্ন ভয়-ভীতি সহ মারডাঙ্গের চেষ্টা করে। উপায়ান্তর না পেয়ে পরদিন আব্দুর রহমান পীরগঞ্জ থানায় একটি অভিযোগ করলে, থানা পুলিশ এসে পল্লী বিদ্যুতের খুঁটি ও তার সংযোগের কাজ বন্ধ রাখেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে মনজুর হোসেন তার লোকজনসহ আব্দুর রহমানকে জীবনহানির  হুমকি সহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করছেন।

এ ব্যাপারে পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনের ডিজিএম আসাদুজ্জামান এর সঙ্গে কথা হলে তিনি জানান -জমির মালিক বা বাড়ী মালিক যদি তার বাড়ির উপর দিয়ে পল্লী বিদ্যুতের তার বা খুটি নিয়ে যেতে না দেয়, তাহলে বিকল্প দিক দিয়ে লাইন টাঙ্গানোর ব্যবস্থা করতে হবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। যেহেতু বাড়ি মালিকের সম্মতি নেই, সেহেতু ঠিকেদারী  প্রতিষ্ঠান কে এর বিকল্প ব্যবস্থা করতে হবে। জমির মালিক অথবা বাড়ির মালিকের সঙ্গে আমরা সংঘাতে যাব না।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী অফিসার এ এসে আই  আলমগীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান-যেহেতু বাড়ি মালিকের সঙ্গে সমন্বয় না করে ঠিকাদারী প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ প্রদান করছেন না, আইন শৃঙ্খলার অবনতির সার্তে আপাতত লাইন টাঙ্গানোর কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে অভিযুক্ত মনজুর হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে গেলে তিনি কথা বলতে অসম্মতি জানান। বিষয়টি নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে একটা থমথমে অবস্থা বিরাস করছে।যেকোনো মুহূর্তে একটি সংঘাত ময় পরিস্থিতির উদয় হতে পারে। এলাকাবাসীর এ ব্যাপারে দ্রুত আইন প্রয়োগকারি সংস্থা ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কে বিষয়টি নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন