Daily News BD Online

নওগাঁয় মরহুম আব্দুল জলিলের স্মরণ সভা


এ.বি.এম.হাবিব :

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সন্তানখ্যাত আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল জলিলের স্মরণ সভার আয়োজন সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নিয়েছে নওগাঁ জেলা আওয়ামী লীগ।

 রবিবার (৪ জুন) নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এই সভা অনুষ্ঠিত হবে। এই স্মরণ সভাকে জনসভায় রুপ দিতে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নওগাঁ জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে স্মরণ সভায় যোগ দেয়ার নির্দেশও দেয়া হয়েছে। নওগাঁর ১১টি উপজেলা সহ আশে-পাশের জেলা গুলো থেকেও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত হয়ে, স্বরণ সভা জনসমুদ্র পরিণত হবে বলে আশা করছেন নওগাঁর আওয়ামী লীগ নেতারা।

এ সভায় সভাপতিত্ব করবেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক। নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ এর সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ এর সাংসদ ব্যরিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামীলীগের সকল সদস্যসহ ১১ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা যায়।

আব্দুল জলিলের এই স্মরণ সভায় অংশগ্রহন  করার কথা আছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ স্বরণ সভাকে স্বরণীয় করতে এতো প্রস্তুতি গ্রহন করেছে জেলা আওয়ামীলীগ।

জানা যায়,  বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও আশপাশের জেলার  হেভিওয়েট পার্শন নেতারাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নেতারা। নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ প্রশাসনের কয়েকটি টিম নিছিদ্র নিরাপত্তা বলয়ে ঢাঁকা থকবে নওগাঁ শহর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন