Daily News BD Online

নিয়ামতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে নুর জান্নাত (১৮) মাসের এ শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গাহইল গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
নুর জান্নাতের মা নুর জাহান জানান দুপুরের পর দাদার সাথে বাড়িতেই ছিল জান্নাত। ওর দাদা মাঠে গরু আনতে চলে যায়। আমি মেয়েকে বাড়িতে রেখে হাঁস দেখতে বাড়ির বাইরে গেলে আমার মাথা ঘুরিয়ে গেলে আমি অজ্ঞান হয়ে পড়ি। কিছুক্ষণ পর এক প্রতিবেশি বাড়ির সামনে ছোট ডোবায় আমার মেয়ে পড়ে গেছে বলে চিৎকার দিয়ে ওঠে। আমি লাফিয়ে ওঠে দেখি মেয়ে আমার ডোবার পানিতে ভেসে রয়েছে। পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন