Daily News BD Online

উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল


আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার  ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ১৮ জুন রোববার  মনোয়ন পত্র জমা দানের শেষ দিন ৪ জন চেয়ারম্যান পদ প্রার্থী তাদের মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছে।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ রেজাউল করিম জানিয়েছেন উপ নির্বাচনে মনোয়ন পত্র জমা দানকারীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত সাপাহার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আবদুল মান্নান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো: আবু সাহরিয়ার সরদার, স্বতন্ত্র প্রার্থী মো: রায়হান কবির ও মোসা: খাদিজা বেগম।  

চার জন প্রার্থী তাদের  মনোনয়ন পত্র তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সাপাহার উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়ে নিজ এলাকায় ভোট যুদ্ধে নেমে পড়েছেন। উপজেলা নির্বাচন অফিসার আরো ও জানিয়েছেন যে, আগামী ১৯জুন রিটার্নিং

অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই, ২০ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৬ জুন প্রতিক বরাদ্দের পর আগামী ১৭ জুলাই ২০২৩ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত ২৯ এপ্রিল ২০২৩ ইং ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান  মোসলেম উদ্দীন এর মৃত্যু হলে ইউনিয়ন টি তে সরকারী ভাবে উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন