মোঃ হাবিব মিয়া, নিকলী (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জ নিকলীতে "সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) ২০২৩ সকল সাড়ে ১১ টায় নিকলী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে, নিকলী উপজেলা সমাজসেবা অফিস কার্যালয় আয়োজনে,সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিকলী উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাহনাজ পারভীন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যও পঃপঃ কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শামসুল হক রাকিব,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুর রহমান খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রেজাউল হক ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তন্ময় বিশ্বাস, সাংবাদিক মোঃ হাবিব মিয়া, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
সামাজিক ও প্রান্তিক নিরাপত্তা কর্মসূচিঃ নিকলী উপজেলা সমাজসেবা কার্যালয়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বেসরকারি এতিমখানার এতিম শিশুদের ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে। এ সকল কর্মসূচিতে ২০২২-২০২৩ অর্থ বছরে বিভিন্ন ভাতা, শিক্ষা উপবৃত্তি, আর্থিক অনুদান বাবদ সর্বমোট ৩০৮২৯ জন উপকারভোগীর মধ্যে সর্বমোট ৯,৯৫,৩১,৪৭৮/- (নয় কোটি পচাঁনব্বই লক্ষ একাশি হাজার চারশত আটাত্তর ) টাকার আর্থিক সেবা প্রদান করা হবে।
Tags
বাংলাদেশ