গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এক ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওই গ্রামের বায়োবৃদ্ধ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়ছে। কৃষ্ণপুর গ্রামের কেশব বিশ্বাসের ছেলে কিরন বিশ্বাস (৬০) ও দেবেন বিশ্বাসের ছেলে সত্য বিশ্বাস (৫৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। গত ১২ই জুন রাতে একই গ্রামের ওই এতিম শিশুকে ধর্ষণ করে তারা।
এ ব্যাপারে শনিবার (১৭ জুন) গোপালগঞ্জ সদর থানায় ওই শিশুর কাকা মিল্টন বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন।
সোমবার (১৯ জুন) গোপালগঞ্জ সদর থানা ওসি তদন্ত শিতল চন্দ্র পাল বলেন, ওই শিশুটি ঘটনার দিন রাতে তার মানুসিক ভারসাম্যহীন মাকে খুজতে বের হয়। এসময় বাড়ির ইটের রাস্তা থেকে একই গ্রামের কেশব বিশ্বাসের ছেলে কিরন বিশ্বাস (৬০) ও দেবেন বিশ্বাসের ছেলে সত্য বিশ্বাস (৫৫) তার মুখ চেপে ধরে নিয়ে পাট খেতের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গোপালগঞ্জ থানায় মামলা রজু হয়েছে এবং আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছ।
Tags
বাংলাদেশ