Daily News BD Online

গাজীপুরে জয়দেবপুর থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত


সুমন গাজী:
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’বিট পুলিশিং বাড়িবাড়ি নিরাপদ সমাজ গড়ি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়দেবপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে সোমবার সকালে সদর উপজেলার মুক্তিযুদ্ধা কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও কবি শাহান সাহাবুদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী,গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মিরাজুল ইসলাম জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাতাব উদ্দিন, কমিউনিটি পুলিশিং এর সভাপতি সালাহউদ্দিন সরকার, জয়দেবপুর থানা আওয়ামীলীগ নেতা হারুন অর রশীদ বি এস সি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় গাজীপুর ও শ্রীপুর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন