Daily News BD Online

দেওয়ানগঞ্জে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ


ফারুক মিয়া :
জামালপুরের দেওয়ানগঞ্জে  ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-২/২২-২৩ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মঙ্গলবার দুপুরে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন।
উপজেলা কৃষি অফিসার আলমগীর আজাদ এর সভাপতিত্বে  উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা,দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়,দেওয়ানগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮০০ জন কৃষককে ৫ কেজি ধান বীজ ও ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন