Daily News BD Online

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৬ বছর পর গ্রেফতার


ফারুক মিয়া, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রায় ৬ বছর পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার সকালে ঢাকা বনশ্রী এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম নুরে আলম মিয়া আলম(৩৩)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা ডাংধরা  ইউনিয়নের পাথরের চর গ্রামের মৃত মিঠু মিয়ার ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর জানান, ২০১২ সালের দাউদকান্দি থানা  মাদক দ্রব্য নিরোধ নিয়ন্ত্রণ আইনে মামলার আসামি ছিলেন। ওই মামলায় ২০১২ সালের ২৮-০১-২০১২ কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলার বিচার চলাকালীন থেকেই আসামি আলম পলাতক ছিলেন।

ওসি আরও জানায়, আলম এলাকার মাদক বিক্রেতার গড ফাদার হিসেবে এলাকায় নিজেকে আলম নামে পরিচয় দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর আলম নিজের প্রকৃত পরিচয় জানান। তাকে যথাযথ পুলিশ পড়ার মাধ্যমে জামালপুর জেলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন