মোঃ ইমরুল হাসান, চৌহালী প্রতিনিধিঃ
চৌহালী উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ) ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার ।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, অফিসার্স ইনচার্জ মোঃ হারুন অর রশিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, নৌ ফাঁড়ির ওসি মোহাম্মদ ফারুক, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ, ঘোড়জান ইউপি চেয়ারম্যান মোঃ রমজান আলী, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, উমারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশিদুল হাসান জুয়েল, , সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহ-সভাপতি রোকুনুজ্জামান রুকু, উপজেলা পরিবার পরিকল্পনা গিয়াস উদ্দিন ,শিক্ষা অফিসার (ভারঃ) শাহজাহান , মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, নির্বাচন কর্মকর্তা মোঃ হাফিজুল রহমান, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় মাদক, চোরাচালান, জুয়া,প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া ফসলী জমিতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে । সেই সাথে ঈদুল আজহা উপলক্ষে পুলিশী টহল জোরদার করা হবে এবং যমুনা নদীতে নৌ পুলিশের রাতভর টহল অব্যাহত থাকবে । এই সিদ্ধান্ত গৃহীত হয়।
Tags
বাংলাদেশ