Daily News BD Online

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন, ঈদ মোবারক - আনোয়ার হোসেন


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানি‌য়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা ক‌রে‌ছেন ফতুল্লা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। 


 সোমবার (২৬ জুন) গণমাধ্য‌মে পাঠা‌নো এক বাণী‌তে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভেচ্ছা জানান।


বাণী‌তে আনোয়ার হোসেন ব‌লেন, ‘আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রতী হওয়াই কোরবানির মর্মবাণী। কোরবানির সে শিক্ষাকে বুকে ধারণ করে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করা আমাদের কর্তব্য।’


‌দে‌শে চল‌ছে জুলু‌মের রাজত্ব–এমন মন্তব্য ক‌রে বিএন‌পির এই নেতা ব‌লেন, ‘স্বার্থ চিন্তা পরিহার করে মানবকল্যাণ এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সোহার্দ্য প্রতিষ্ঠায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। কারণ দেশবাসী গণতন্ত্রহারা। মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের অনেকেই এখন কারাগারে।’


বাণীতে আনোয়ার হোসেন বলেন, বারবার অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারকারী “গণতন্ত্রের মা” দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্মূল করতে দেশনেত্রীকে বন্দী করা হয়েছে। আর তাই ঈদুল আযহার মর্মবাণীকে ধারণ করেই আমাদের দুঃশাসনের অবসান করতে হবে।

সবার জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি, সবাইকে ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন