হাফেজ নজরুল :
"দেশি পণ্য, কিনে হোন ধন্য" এ শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে মানসম্মত পণ্য উৎপাদনের অঙ্গিকার নিয়ে মেসার্স মিজান এন্টারপ্রাইজ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এ কারখানাটি চালু হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম শাহেদ,
আওয়ামী লীগ নেতা রিফাত সরকার, কামাল উদ্দিন মুন্সি মেম্বার, সাবেক কামাল মেম্বার, আবু মুছা মেম্বার, দুলাল মুন্সি, আব্দুল মোমেন, সাংবাদিক আবুল কালাম আজাদ,রামকৃষ্ণপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ ইব্রাহিম, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এখানে দামে সস্থা ও গুণে ও মানে অপূর্ব পণ্য উৎপাদন করা হবে, ডিটারজেন্ট, সাবান,হারপিক,গ্লাস ক্লিনার,ফ্লোর ক্লিনার,হ্যান্ডওয়াশ, নীল ও টাইলস পুটিং উৎপাদন করা হবে।
মেসার্স মিজান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী কামাল্লা গ্রামের কৃতি সন্তান ও ওমান প্রবাসী মোঃ খোরশেদ আলম ও পরিচালক মোঃ শাহিন এ কারখানা টি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য দেশবাসীর নিকটে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Tags
বাংলাদেশ