Daily News BD Online

দেওয়ানগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


ফারুক মিয়া, জেলা প্রতিনিধি :
সারাদেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে পঞ্চম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্বে ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রানালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি। যার অংশ হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলায় নির্মিত মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি।


রবিবার (৩০ জুলাই) সকালে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা ইসলামি ফাউন্ডেশনর ফিল্ড সুপার ভাইজার মো: আ: ছোবাহান সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীর মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ,পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু,মডেল থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল চন্দ্র ধর।

গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোবারক হোসেন জামালপুর, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভুমি(এসিল্যান্ড) মাহমুদুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মানের ফলে অত্র উপজেলায় ইসলামিক সাংস্কৃকি চর্চা, প্রচার ও জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সুধীজনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন