Daily News BD Online

ঠাকুরগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

 


ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
 
অনিয়মের অভিযোগ করেছেন ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদ এর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমাস ও ২নং ওয়ার্ডের সদস্য  মোঃআলী হোসেন এবং সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হিলারী আক্তার, পরিষদের সচিব মোঃ শহীদুল্লাহ খান এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে বলেন ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল তালুকদার গত ২৪/০৫/২০২৩ ইং তারিখে মৃত্যুবরণ করেন। চেয়ারম্যানের মৃত্যুর পর ইউনিয়ন পরিষদের সচিব তার ইচ্ছেমতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন এবং নিয়মিত পরিষদে আসেন না এবং প্রায়ই সময় ১১ টা ১২টা বা একটার সময় আসেন এতে করে পরিষদে আসা জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে ও হয়রানিও হচ্ছে ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা আরও অভিযোগ করে বলেন পরিষদের সচিব মোঃ শহিদুল্লাহ খান পরিষদের সভার সিদ্ধান্ত ছাড়াই চেয়ারম্যানের যোগ স্বাজশে গোপনে ভুয়া প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের কোন অর্থ অদ্য অবধি পর্যন্ত ব্যাংক হিসেবে জমা করে নাই যা বিধি-বহির্ভূত। অত্র ইউনিয়নের চেয়ারম্যান মৃত্যুবরণ করার পূর্বে বা বর্তমান সময়ে ইউপি পরিষদের প্রাপ্তি আয় ও ব্যায়এর হিসাব চাইলে কোন প্রকার হিসাব না দিয়ে কাল ক্ষেপন করিতেছে তাই। এবং সদস্যদের সম্মানি ভাতাটি নিয়মিত প্রদান করেন না।
 ডি সি মহোদয়ের নিকট আকুল আবেদন উক্ত অভিযুক্ত অনিয়মের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এবং উন্মুক্তভাবে পরিষদের আয় ও ব্যায়ের হিসাব প্রকাশ করা। এই অভিযোগের বিষয়ে পরিষদের সচিব মোঃ শহিদুল্লাহ খানকে জিজ্ঞাসা করলে তিনি এ বিষয়ে অস্বীকার করে বলেন সম্পূর্ণ মিথ্যা ভাবে অভিযোগ করে আমার চাকুরী জীবনের  সম্মানহানির প্রচেষ্টা করেছেন বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন