হাদাত হোসেন মানিকঃ রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় সাভার জেলায় আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় পিএমকে হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার গড়ে উঠেছে। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হওয়ার কারণে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে পিএমকে হসপিটাল। প্রতিবেদকের কাছে একটি অভিযোগ আসে,ভুক্তভোগী রুবেল বলেন, আমার স্ত্রী মিসেস চুমকি আক্তার একজন প্রসূতি নারী।ব্যাতা জনিত কারণে পিএমকে হসপিটালে নিয়ে যায়।নিয়ে যাওয়ার পর হসপিটাল কর্তৃপক্ষ বলেন ভর্তি করানোর জন্য,আমি জিজ্ঞাসা করি ডাক্তার কে আছে তখন আমাকে বলা হয় ডাক্তার ফেরদৌসী সুলতানা এমবিবিএস (গাইনী বিভাগ)আছেন।তাদের কথা শুনে আমার স্ত্রী কে ভর্তি করি। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে আমরা ফেরদৌসী ম্যাডাম কে দিয়ে অপারেশন করানো হবে।
অজানা কোন কারণে হঠাৎ করে রাত অনুমানিক ২ টার সময় হাসপাতাল কর্তৃপক্ষ এসে বলে আপনাদের রোগীর অবস্থা ভালো না এখনই অপারেশন করাতে হবে,না হয় রোগী বাছানো যাবেনা।রাত ২:৩০ মিনিটে অপারেশন শুরু করে প্রায় ৪ ঘন্টা অপারেশন করা হয়।পরিতাপের বিষয় ৪ ঘন্ট।