Daily News BD Online

চাঁপাইনবাবগঞ্জ সদরে চরবাগডাঙ্গা স্টুডেন্টস' ওয়েলফেয়ার ফোরামের ঈদ পুনর্মিলনী ও ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি, সানোয়ার হোসেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চরবাগডাঙ্গা স্টুডেন্টস' ওয়েলফেয়ার ফোরাম (CSWF) উদ্যােগে ঈদ পরবর্তী 'ঈদ পুনর্মিলনী ও ক্যারিয়ার আড্ডা ' আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বাদ মাগরিব ৭ টা ৪০ মিনিটে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন (শান্তর) সঞ্চালনায় চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ঈদগাহে অনুষ্ঠানটি শুরু হয় এবং নানান কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয়। 


এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চরবাগডাঙ্গা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফোরামের সাবেক সভাপতি- মাহাবুব আলম ও দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন-চরবাগডাঙ্গা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফোরামের বর্তমান সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি শামীম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান ও  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাহিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন একই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
এই অনুষ্ঠানে CSWF-এর সদস্যরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এবং চরবাগডাঙ্গা ইউনিয়নের শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। 

পরিশেষে মিষ্টান্ন বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সুন্দর পরিসমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন