বিশেষ প্রতিনিধি, সানোয়ার হোসেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চরবাগডাঙ্গা স্টুডেন্টস' ওয়েলফেয়ার ফোরাম (CSWF) উদ্যােগে ঈদ পরবর্তী 'ঈদ পুনর্মিলনী ও ক্যারিয়ার আড্ডা ' আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব ৭ টা ৪০ মিনিটে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন (শান্তর) সঞ্চালনায় চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ঈদগাহে অনুষ্ঠানটি শুরু হয় এবং নানান কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চরবাগডাঙ্গা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফোরামের সাবেক সভাপতি- মাহাবুব আলম ও দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন-চরবাগডাঙ্গা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফোরামের বর্তমান সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি শামীম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাহিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন একই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
এই অনুষ্ঠানে CSWF-এর সদস্যরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এবং চরবাগডাঙ্গা ইউনিয়নের শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিশেষে মিষ্টান্ন বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সুন্দর পরিসমাপ্তি ঘটে।
Tags
বাংলাদেশ