Daily News BD Online

লোহাগড়ায় ইজিভ্যান দুর্ঘটনায় নববধূ নিহত


 ফরহাদ খান, নড়াইল :- নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল বৌবাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিভ্যান দুর্ঘটনায় নববধূ তাহেরা খানম (১৯) নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহেরা লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়নের নাওরা গ্রামের কামরুল সিকদারের মেয়ে। প্রায় তিন মাস আগে তাহেরার বিয়ে হয়েছে।


হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, তাহেরা বাবার বাড়ি নাওরা গ্রাম থেকে স্বামী সুজন মোল্যাকে নিয়ে ইজিভ্যানে দিঘলিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে সারোল বৌবাজার মোড়ে ইজিভ্যান বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাহেরা আহত হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়। তবে তাহেরা স্বামী ও ভ্যানচালক সুস্থ আছেন।
 
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। # 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন