Daily News BD Online

মুরাদনগর কামাল্লায় খাঁন পরিবাবের ঈদের উপহার পেলেন প্রায় ৭ শতাধিক পরিবার


হাফেজ নজরুল :
কুমিল্লা মুরাদনগর উপজেলার ৯ নং কামাল্লা ইউনিয়নের প্রায় ৭ শতাধিক পরিবার পেলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের উপহার হিসেবে এক প্যাকেট কোরবানির  গরুর গোস্ত ও ৫ শত টাকা।

পবিত্র ঈদুল আজহার ৩য় দিনে কামাল্লা গ্রামের ঐতিহ্যবাহী খাঁন পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবার ও ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে বাছাই করে গরীব অসহায় পরিবার গুলোর মাঝে  ঈদের উপহার হিসেবে কোরবানির গরুর গোস্ত ও নগদ টাকা বিলিয়ে অসহায় পরিবার গুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন খাঁন পরিবার।

সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ফিরোজ খাঁন সাহেবের ছেলে বিশিষ্ট সমাজ সেবক  নোটারিয়ান আলহাজ্ব আবুল আয়েছ খাঁন তিনি সারা উপজেলায় মসজিদ মাদ্রাসা,মন্দির রাস্তা ঘাটসহ অসহায় মানুষের মাঝে প্রতি বছর ই লক্ষ লক্ষ টাকার অনুদান পৌঁছে দিয়ে উপজেলাবাসীর সেবা করে যাচ্ছেন, খাঁন সাহেবের আরেক ছেলে কামাল্লা ডি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ও বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল বাসার খাঁন তিনি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে আসা অসহায় পরিবার গুলোর খোঁজ খবর নেন এবং তিনি নিজ হাতে নগদ টাকা ও কোরবানির গোস্ত তাদের হাতে তুলে দেন, এ অসহায় পরিবার গুলো খাঁন পরিবারের পক্ষ থেকে  ঈদ উপহার পেয়ে অনেক খুশি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন