Daily News BD Online

দেওয়ানগঞ্জে নবাগত ডিসির মতবিনিময় সভা

ফারুক মিয়া, জেলা প্রতিনিধি :

জামালপুর নবাগত জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ দেওয়ানগঞ্জ উপজেলা সকল কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনি সাংবাদিক মুক্তিযোদ্ধা ও সুধীমহলের সাথে মতবিনিময় সভা করেন।

বুধবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইমরান আহমেদ  বলেন,জামালপুর জেলা শিক্ষা ও ঐতিহ্য ও উন্নয়ন সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। আর জঙ্গীবাদ, মাদক, কিশোর গ্যাং, বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা নিতে হবে। সভায় বক্তারা আরো বলেন,প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন। 

আরও বক্তব্য রাখেন,দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ আনেকেই। 
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন সার্বিক জামালপুর। দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল চন্দ্র ধর,পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন রশীদ হারুন,উপজেলার সকল কর্মকর্তা,সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ অন্যান্য জন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন