Daily News BD Online

সাপাহারে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের টিফিন বক্স উপহার দিলেন ইউএনও আব্দুল্যাহ আল মামুন


আব্দুল আলিম, 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ব্যক্তিগত উদ্যোগে ৬১ জন নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। 
বুধবার (২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন-এর নিজ উদ্যোগে ৬১ জন শিক্ষার্থীর মাঝে উক্ত টিফিন বক্স বিতরণ করা হয়। তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেন একটি  করে টিফিন বক্স। ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীরা নতুন টিফিন বক্স ইউএনও'র হাত থেকে উপহার হিসেবে পেয়ে খুবই আনন্দিত হন। এ উপহার পেয়ে খুশি হয়ে ইউএনও'কে ধন্যবাদও জানান বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় উপজেলা শিক্ষা অফিসার তৃষিত চৌধুরী ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন