Daily News BD Online

গাড়ির ওপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ



রাজধানী শাহবাগ থানার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি গাড়ির ওপর কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা খন্দকার আসিফ মোস্তফা (৩০), নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ক্যাশিয়ার জিএম তাবির সিদ্দিকী (৩০), বেসরকারি চাকরিজীবী মনির হোসেন (৩০), রিকশাচালক বাদশা মিয়া (৪৫ ), ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রাইভেটকার চালক উত্তম কুমার (২৮)। আহতদের মধ্যে উত্তম ছাড়া বাকিরা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ক্যাশিয়ার জিএম তাবির সিদ্দিকী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা খন্দকার আসিফের সঙ্গে রিকশায় করে আজিমপুরের বাসায় ফিরছিলাম। শহীদ মিনারের সামনে পৌঁছালে হঠাৎ একটি গাছ ভেঙে পড়ে। এতে আমরা দুইজন আহত হই। পরে আমার আহত অবস্থায় ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে আসি। বর্তমানে জরুরি বিভাগের ৯৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে।

আহত মনির হোসেন বলেন, আমি ও আমার বন্ধু ইয়াসিন গুলিস্তান থেকে রিকশায় করে এলিফ্যান্ট রোড যাচ্ছিলাম। এ সময় হঠাৎ করেই গাছ ভেঙে আমাদের উপর পড়ে। আমি আহত হলেও আমার বন্ধু ইয়াসিনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমার মাথা ফেটে গেছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শহীদ মিনারের গাছ ভেঙে পড়ে আহত হয়ে পাঁচজন ঢামেকে এসেছেন। এদের মধ্যে উত্তম নামে একজন চলে গেছেন। বাকি চারজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন