Daily News BD Online

জেনিথ ইসলামী লাইফ এর প্রকল্প-০৭ কুয়াকাটা ভ্রমণ

 


মোঃ হাবিবুর রহমান :

 প্রকল্প প্রদান জনাব মোঃ আব্দুল কাদের (সিনিয়র জিএম) এর নেতৃত্বে তিনজন জিএম  জনাব মোঃ হাবিবুর রহমান (জি এম )জনাব মোঃ এমদাতুল্লাহ মজুমদার (জিএম )জনাব মোঃ আমিনুল হক ভূঁইয়া( জি এম)এবং ডি  জি এম   জনাব মোঃ আবুল বাশার। জনাব মোঃ  সিদ্দিকুর রহমান। জনাব মোঃ আব্দুল কাদের এবং এজিএমবৃন্দ জনাব মোঃ আখতারুজ্জামান।জনাব মোঃ মানিকুজ্জামান। সুলতানা বেগম ও আরো অন্যান্য বাছাইকৃত কর্মকর্তাদের কে নিয়ে আনন্দ ভ্রমণ এর পাশাপাশি সিনিয়র জিএম এর রুমে তাদের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।সিনিয়র জিএম সকল জিএম  ডি জি এম এজিএম এবং ব্রাঞ্চ ম্যানেজারদের কাছ থেকে মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নেন এবং এই ভ্রমণে সকলে আনন্দিত এবং আনন্দের সাথে আগামী দিনগুলোতে ভাল ব্যবসা করে ২০২৩ সালে সারা বাংলাদেশে প্রকল্প -০৭ কে কোম্পানির প্রথম স্থানে নিয়ে যাওয়ার সকল কর্মকর্তা প্রতিশ্রুতি দেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন