Daily News BD Online

আজ সন্ধ্যায় দিল্লিতে কাঠলোপের ওয়ার্ল্ড প্রিমিয়ার


বিনোদন ডেস্ক :
ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ১১তম জাগরান ফিল্ম ফেস্টিভ্যালে (জেএফএফ) শনিবার (৫ আগস্ট ২০২৩) এ ওয়ার্ল প্রিমিয়ার হচ্ছে সাজ্জাদ খান পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র 'কাঠগোলাপ' । এর আগে সাজ্জাদ খান পরিচালিত ছবিটির পোস্টার উন্মোচন করা হয় কান চলচ্চিত্র উৎসবে। এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়নি। আজ সন্ধ্যায় এই উৎসবে প্রথম প্রদর্শিত হবে ছবিটি।

খবরটি নিশ্চিত করে ছবির পরিচালক সাজ্জাদ খান জানান, ভরতের অন্যতম জনপ্রিয় একটি আন্তর্জাতিক সিনেমা উৎসব এটি। অত্যন্ত সুসংগঠিত একটি জুরিবোর্ডের মাধ্যমে সিনেমাগুলো প্রদর্শনীর জন্য নির্বাচিত হতে হয়। সেখানে ছবিটি নির্বাচিত হয়েছে।

ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট এর বান্যারে সিনেমাটি প্রযোজনা করেছেন  মোঃ ফরমান আলী। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অপূর্ণ রুবেল এবং সিনেমাটোগ্রাফি করেছেন নাহিয়ান বেলাল।

প্রযোজক ফরমান আলী বলেন, এটা খুবই ইকিবাচক সংবাদ। আমরা চেষ্টা করবো বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করতে। সকলের সহযোগিতা পেলে অনুপ্রাণিত হবে ‘কাঠগোলাপ’ টিমের সকলে।

তিনটি ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘কাঠগোলাপ’ সিনেমাটি।

ছবিতে অভিনেত্রী কেয়া শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, “এটি একটি ভিন্নধর্মী গল্প। চিত্রনাট্য পরে অনেক ভালো লেগেছে। যে জনগোষ্ঠীর কথা বলা হবে, গল্পে তাদের আমিও কখনো দেখিনি। সব সময় যে ধরনের গল্পে আমি কাজ করি ‘কাঠগোলাপ’ তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী। সচরাচর এ ধরনের গল্প পাওয়া যায় না।”

ছবির আরেকটি গল্পে দেখা যাবে অভিনেত্রী দিলরুবা দোয়েলকে। তিনি বলেন, ‘চিত্রনাট্যটা যখন হাতে পাই, তখন পুরোটা পড়ে চমকে উঠি। এভাবেই চিন্তাভাবনা করা যায় কিংবা ভাবতে পারে কেউ—এটা মাথায় আসেনি এত দিন। কাজটা করে ভালো লাগছে।’

আরেকটি নারী চরিত্রে রয়েছেন মেঘলা মুক্তা। তিনি বলেন, “পরিচালক সাজ্জাদের ‘সাহস’ দেখেছিলাম। ভালো লেগেছিল। তিনি যখন ‘কাঠগোলাপ’-এর চিত্রনাট্য আমাকে দিলেন। পড়ে দেখলাম এই কাজটির সঙ্গে থাকা যায়। তা ছাড়া আমি চাই সমাজে ইতিবাচক বার্তা দেবে, এমন কাজ করতে।”

সাজ্জাদ খান পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, সুজন হাবিব, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বিশ্বাস প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন