Daily News BD Online

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মশা নিধন


ফরহাদ খান, নড়াইল :


নড়াইলে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মশা নিধন অভিযান করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী নড়াইল জেলা কার্যালয়ের উদ্যোগে গত সোমবার (৭ আগস্ট)  বেলা ১১টার দিকে অফিস চত্বর থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়। এখানে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক সমাবেশে অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন পেশার মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় মশা নিধন অভিযান চালানো হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুন সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ অনেকে।
বক্তারা বলেন, ডেঙ্গু জ¦র প্রতিরোধে বাসাবাড়িসহ সর্বত্র ছোট পাত্রে পানি জমিয়ে না রাখা, মশারি টানিয়ে ঘুমানোসহ চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। #

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন