মোঃ হাবিব মিয়া, নিকলী (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জ নিকলীতে (চতুর্থ)ধাপে ভূমি ও গৃহহীন ২০টি পরিবার পেল আশ্রয়ণের ঘর। বুধবার ৯ আগস্ট ২০২৩ উপজেলা পরিষদের হলরুমে গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে বাড়ি হস্তান্তর করাসহ নিকলী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নিকলী উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ শাকিলা পারভীন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউ ডি এফ দূর্গা রাণী সাহা, এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা,জনি) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন,উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হানিফ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুবকর সিদ্দিক,উপজেলা প্রকৌশলীক কর্মকর্তা শামসুল হক রাকিব, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব,নিকলী থানার এসআই রিয়াজ, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের মধ্যে নিকলী উপজেলায় মোট ১৩২টি পরিবারকে ০২ শতাংশ ভূমিসহ গৃহনির্মাণ করে দেন। হালনাগাদ নিরুপিত তালিকা অনুযায়ী নিকলী উপজেলায় ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। যার মধ্যে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নে অবস্থিত ২০টি গৃহে নিকলী সদর ও বিভিন্ন ইউনিয়ন সহ ২০টি পরিবারের মাঝে গৃহ প্রদান করা হয়।
Tags
বাংলাদেশ