খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
"দেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা" এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা বাংলাদেশ ব্যাপি ২২ হাজার ১০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় জমি সহ ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ০২ শতাংশ জমি সহ ঘর নির্মান করে হস্তান্তরের অংশ হিসাবে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ (রবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলায় ৩৪২৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১ম পর্যায়ে ১১৪৮টি, ২য় পর্যায়ে ৬৬৫টি, ৩য় পর্যায়ে ৮০৯টি এবং ৪র্থ পর্যায়ে ৬০৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ ধাপের ৬০৫টি ঘরের মধ্যে ৩৮৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী ২১৯ ঘরের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলায় ৩৭৫টি, দেবহাটা উপজেলায় ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যে উক্ত উপজেলাসমূহকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সদর উপজেলায় নতুন করে জমি সহ ৪০ টি ঘর হস্তান্তর এর মাধ্যমে ১ম ধাপ থেকে ৪র্থ ধাপ পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৫৬৪টি ও কালিগঞ্জ উপজেলায় মোট ৩৭১টি পরিবারকে পুনর্বাসন করে এ দুটি উপজেলাকেও ভূমিহীনমুক্ত ঘোষণা করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে। এ ছাড়া সাতক্ষীরা জেলায় ৩৬৪টি মুজিববর্ষের ঘর উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। বুধবার ভার্চুয়ালী এক অনুষ্ঠানে এসব ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি , সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ সুশীল সমাজ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক।
Tags
বাংলাদেশ