Daily News BD Online

নিকলীতে সমাজসেবা কার্যালয় থেকে মৃৎ শিল্পী ও পল্লী মাতৃকেন্দ্র এর ১৮ জন ব্যক্তিকে সুদমুক্ত ঋণ বিতরণ


মোঃ হাবিব মিয়া, নিকলী (কিশোরগঞ্জ) :


কিশোরগঞ্জ নিকলীতে সমাজসেবা কার্যালয় থেকে মৃৎ শিল্পী ও পল্লী মাতৃকেন্দ্র এর ১৮ জন ব্যক্তিকে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ই আগস্ট ২০২৩ সকাল ১২ টায় নিকলী নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলা সমাজসেবা অফিস কার্যালয় আয়োজিত, ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ শাকিলা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, সাংবাদিকবৃন্দ প্রমুখ। পালপাড়া আর.এস.এস. সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্প গ্রামের ৭ জন মৃৎ শিল্পীকে মোট ৩,০০,০০০/- টাকা, মঞ্জিলহাটি পল্লী মাতৃকেন্দ্র প্রকল্প গ্রামের ৬ জন ব্যক্তিকে ৩,০০,০০০/- টাকা এবং নগর পল্লী মাতৃকেন্দ্র প্রকল্প গ্রামের ৫ জন ব্যক্তিকে ২,০৫,০০০/- টাকা সহ মোট ১৮ জন ব্যক্তিকে সর্বমোট ৮,০৫,০০০/- (আট লক্ষ পাঁচ হাজার) টাকা ঋণ বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন