মোঃ হাবিব মিয়া, নিকলী (কিশোরগঞ্জ) :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ আগস্ট ২০২৩ সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার,উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন,উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হানিফ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুবকর সিদ্দিক,উপজেলা প্রকৌশলীক কর্মকর্তা শামসুল হক রাকিব, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব,নিকলী থানার সেকেন্ড অফিসার এসআই রিয়াদ, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এ সময় বক্তব্য বলেন,১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্বাস্থ্য বিধি অনুসরণ করে যথাযথ মর্যাদায় পালন করার জন্য সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানান।
Tags
বাংলাদেশ