Daily News BD Online

নবীনগরে ইউএনও'র বিদায় সংবর্ধনা নবাগত ইউএনও কে স্বাগতম


জহিরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিককে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার (১২/৮/২৩) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহান, সহ-সভাপতি অ্যাড. সুজিত কুমার দেব প্রমুখ। 
বক্তব্য শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিককে ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানানো হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন