মো. হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট :
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ২নং গড্ডিমারী ইউপিস্থ দোয়ানী পিত্তিফাটা মৌজাস্থ বৌরালী হোটেলে সামনে ৫০০ (পাঁচশত) পিস Tapentadol Tablet ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেন হাতীবান্ধা থানার পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম, এর নেতৃত্বে এসআই/মোঃ শহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন ২নং গড্ডিমারী ইউপিস্থ দোয়ানী পিত্তিফাটা মৌজাস্থ বৌরালী হোটেলে সামনে পাকা রাস্তার উপ চেকপোস্ট অভিযান করা কালে অজ্ঞাতনামা পলাতক আসামীর ব্যবহারিত মোটরসাইকেল তল্লাশি করিয়া ৫০০ (পাঁচশত) পিস Tapentadol Tablet ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয় এ সংক্রান্তের হাতীবান্ধা থানায় একটি মামলা হয় মামলা নম্বর ০৮, ধারা- ৩৬(১) সারনীর ২৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা আলম, জানান ২নং গড্ডিমারী ইউপিস্থ দোয়ানী পিত্তিফাটা মৌজাস্থ বৌরালী হোটেলে সামনে পাকা রাস্তার উপ চেকপোস্ট অভিযান করা কালে টেবলেট ও মোটরসাইকেল উদ্ধার করেন হাতীবান্ধা থানা পুলিশ।
Tags
বাংলাদেশ