Daily News BD Online

দৈনিক করতোয়া ৪৮ বছরে পা রাখায় কালাইয়ে র‌্যালি ও আলোচনা সভা


মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি :

‘দৈনিক করতোয়া’ পত্রিকার ৪৮তম বছরে পদার্পণ উপলক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে র‌্যালি শেষে কালাই প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক করতোয়ার কালাই উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন সাবানা আক্তার, মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া সুলতানা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, কালাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ার শিপন, যুগ্ম সাধারন সম্পাদক ও সাপ্তাহিক সমাচার পত্রিকার সম্পাদক তানভিরুল ইসলাম রিগান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নাফিউজ্জামান তালুকদার ডলার বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম, কালাই প্রেসক্লাবের সহ-সভাপতি সাজ্জাদুর রহমানসহ সাংবাদিক মিজানুর রহামন, আব্দুন নুর নাহিদ, রাব্বিউল হাসান রমি, ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, রকিবুল হাসান রিপন, এস এম আব্দুল্লাহ সউদ, আবু বক্কর সিদ্দিক প্রিন্স, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন।   

আলোচনা সভা শেষে দৈনিক করতোয়া পত্রিকার সুনাম অক্ষুন্ন রাখতে ও সম্পাদক মোজাম্মেল হকসহ করতোয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন