খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ১৫ আগস্ট সকালে সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তার মোরালে প্রথমে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শোক দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। পরে সকাল ১০ টায় সময় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত শোক সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম(বার), সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারারফ হোসেন মশু। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষকবৃন্দ। উক্ত আলোচনা সভা শুরুর পূর্বে ১ মিনিট নীরবতা পালন করা হয়, বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ও কবিতা পরিবেশন করেন।
Tags
বাংলাদেশ