Daily News BD Online

সাপাহারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সূধী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত


আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে জবই সুফিয়া ফাজিল মাদ্রাসার  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সূধী সমাবেশ -২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১০ টায় উপজেলার জবই সুফিয়া ফাজিল মাদ্রাসার  আয়োজনে মাদ্রাসার হলরুমে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সূধী সমাবেশ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানের ২০২৩ সালের দাখিল এবং ২০২২সালের আলিম পরীক্ষায় জিপিএ- ৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষার্থীর মধ্যে ১২২১ নম্বর পেয়ে প্রথম হন মোসা: আফরোজা খাতুন, দ্বিতীয় হন মোসা: মারুফা খাতুন, তৃতীয় হন মোসা: সাবিলা খাতুন।  তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ২০২২ সালের আলিম পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত আহসান হাবিবকে ক্রেস্ট প্রদান করা হয়। অন্যান্য কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: দুররুল হোদা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো: শহিদুল ইসলাম ।

এছাড়াও  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবই সুফিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো: খাইরুল আনাম, সহ: অধ্যাপক আনোয়ার জাহিদ সহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থী ও অভিভাবকগন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন