Daily News BD Online

নাগরপুরে সেতু উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী বিতরণ


নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে  সেতু উদ্বোধন  ও  ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কলিয়া ঘিওরকোল রাস্তায় রঞ্জু মিলিটারীর বাড়ী পাশে খালে উপর গ্রামীণ অবকাঠামো ১৫ মিটার দৈর্ঘ সেতু  উদ্বোধন ও উপজেলা চত্বরে বিভিন্ন ক্রীড়া সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অন্যান্যদের মধ্যে আরো, উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, মো. শফিকুর রহমান শাকিল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, নাগরপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদ হাসান,উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা আবু বকরসহ বিভিন্ন শ্রেনীর ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু নাগরপুর মহিলা কলেজে এইচ এসসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে  অংশ গ্রহণ করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন