নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে একদল দুর্বৃত্তের হাতে বাড়ীগ্রাম স্কুল এন্ড কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র মো. জিয়াউর রহমান (১৮) গুরুতর আহত হয়েছে। শনিবার সন্ধার দিকে গোপালপুর খেলার মাঠের পাশে এ হামলার ঘটনাটি ঘটে। জিয়াউর মামুদনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. সামছুল মিয়ার ছেলে। আহত জিয়াউর কে নাগরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সুত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপালপুর ও মির্জাপুরের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মির্জাপুরের পক্ষে খেলতে আসে জিয়াউর সহ অন্যান্য খেলোয়াড়রা। খেলায় ২ গোলে হেরে যায় গোপালপুর। মির্জাপুরের খেলোয়াড়রা যখন আনন্দ নিয়ে গ্রামে ফিরে যাচ্ছিল ঠিক সেই মুহুর্তে জিয়াউর সহ কয়েক জনের উপর গোপালপুরের একদল দুর্বৃত্ত অতর্কিত ভাবে হামলা করে। হামলায় কয়েকজন আহত হলে তাদের মধ্যে জিয়াউরের অবস্থা গুরুতর হওয়ায় তার স্বজনরা তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত জিয়াউর রহমান বলেন, খেলা শেষে আমরা যখন বাড়ী ফিরতে ছিলাম তখন কোন কারন ছাড়াই প্রায় ১০/১৫ জন আমাদের উপর হামলা করে এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে আমাকে।
Tags
বাংলাদেশ