Daily News BD Online

নওগাঁর মান্দায় প্রেমিক-প্রেমিকার মরাদেহ উদ্ধার


এ.বি.এম.হাবিব :

নওগাঁ জেলার মান্দা উপজেলার কাঁশোপাড়ায় ইউক্যালিপটাসের বাগান থেকে প্রেমিক যুগল তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকালে ১২ নং কাঁশোপাড়া ইউপির তুলশিরামপুর এলাকার জনৈক লইমদ্দিনের ইউক্যালিপটাস বাগান থেকে এলাকার তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের কলেজ পড়ুয়া ছেলে আরিফ হোসেন (২২) এবং একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে জুলিয়া আক্তার জনি (১৭) লাশ উদ্ধার করেছে মান্দা থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, সকালে তুলশিরামপুর গ্রামের একটি বাগানে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে, থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় তাদের পাশে পড়া থাকা গ্যাস ট্যাবলেট, পানির বোতল, একটি মোবাইল ফোন, একজোড়া স্বর্ণের কানের দুল ও একটি ভ্যানিটি ব্যাগ, উদ্ধার পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাবলেট খাওয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে মান্দা থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে, ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন