মোঃ তারিকুল ইসলাম, শ্রীনগর : কোনো নারীকে স্বাবলম্বী করার কথা মাথায় এলে, কীভাবে সাহায্য করা হবে, এই ভাবনায় প্রথম আসে একটি সেলাই মেশিন। তার মানে মাত্র একটি সেলাই মেশিন একজন নারীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঘুরে দারাতে পারে একটি পরিবার।এই প্রচেস্টা নিয়ে নির্যাতিত নিপীড়িত অসহায় নারীদের পাশে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন শ্রীনগর উপজেলা শাখা জাতীয় মহিলা সংস্থা।
৮ই
আগস্ট মঙ্গলবার বিকেল ৪টায় কোলাপারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, জেলা
পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমতের নিজস্ব
অর্থায়নে শ্রীনগর উপজেলা শাখার জাতীয় মহিলা সংস্থা উদ্যোগে প্রশিক্ষিত
নারীদের মাঝে ৩৩টি সেলাই মেশিন ও সনদ প্রদান করা হয়।
এসময়
উপস্থিত ছিলেন,অত্র সংস্থার চেয়ারম্যান ফিরুজা বেগম,আওয়ামীলীগ নেতা বুলবুল
সিদ্দিকী, আরধীপাড়া দিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকরী শিক্ষিকা
নাসরিন সুলতানা,সদস্য রহিমা বেগম, সুনিতা রানী দাস,ও সুলতানা শাহানুর আজাদ
সংশ্লিষ্ট সংস্থার সদস্যবৃন্দ।
সেলাই
মেশিন ও সনদ পেয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এক নারী বলেন,আজ নিজেকে স্বাবলম্বী
মনে হচ্ছে।সমাজে অনান্য সফল নারীদের সাথে আমিও দাড়াতে পারবো।
Tags
বাংলাদেশ