গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিনিধি :
সারা দেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার সকালে উপজেলার হল রুমে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে বরাদ্ধকৃত গৃহসমূহ সংশ্লিষ্ঠ উপকারভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয় । ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্স এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার ভূমি আমরাফুল কবীর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফায়েজুর তারেক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ওসি তদন্ত আবুল কাশেম, প্রমুখ । এ ছাড়াও সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।