Daily News BD Online

শেরপুরের ঝিনাইগাতীতে বৃষ্ঠিকে উপেক্ষা করে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত


গোলাম রব্বানী টিটু, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার সকালে উপজেলার হল রুমে বৃষ্ঠিকে উপেক্ষা করে  বঙ্গমাতা ফজিলাতুন নেছার ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি তুলে ধরে  বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:ফায়েজুর তারেক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ওসি তদন্ত আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম প্রমুখ । পরে হত দরিদ্র সেচ্ছাসেবী মহিলাদের মাঝে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয় । সভায় সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিতি ছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন