সোনারগাঁও প্রতিনিধি : "সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা,শেখ হাসিনার বারতা নারীপুরুষ সমতা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার
সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম।
উপজেলা
প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
এসময়
অতিথিরা কেক কেটে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করেন ও অসহায় নারীদের হাতে
সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা
বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন
আক্তার,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার
ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা,উপজেলা
জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল
হাসান,উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সহ মহিলা বিষয়ক দপ্তরের সকল
কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
Tags
বাংলাদেশ