Daily News BD Online

রাজধানী শ্যামপুর থানা দিন সুন্দরবন ও দক্ষিণবাংলা হোটেলে চলছে অসামাজিক কার্যকলাপ


সোহেল আহমেদ :
রাজধানী শ্যামপুর থানা দিন এলাকায় দীর্ঘদিন যাবত  হানিফ ও অভি গ্যাংরা আবাসিক হোটেল ফ্রেশ  সাইনবোর্ড লাগিয়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত। তা যেন দেখার কেউ নেই, দক্ষিণ বাংলা ও সুন্দরবন আবাসিক হোটেলে নেই কোন ফায়ার সার্ভিসের অনুমোদন।আগুন নিয়ন্ত্রণে নেই কোন সুব্যবস্থা ঝুঁকির মধ্যেই অবৈধ দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে এই আবাসিক হোটেল দুটি । এ বিষয়ে আবাসিকের কথিত দক্ষিণ বাংলার হোটেলের  ম্যানেজার হানিফ মালিক পরিচয় দানকারী এবং সুন্দরবন আবাসিক হোটেলের মালিক অভির সাথে যোগাযোগ করলে এরা বলেন আমরা যা করি প্রকাশ্য দিবালোকে করি ।
আমরা সাংবাদিকের সাথে কোন কথা বলতে চাই না   রাজধানী শ্যামপুর থানার নিকটস্থের এই হোটেল দুটির অবস্থান । অথচ থানার পাশেই চলছে দুটি হোটেলেই  অবৈধ কার্যকলাপ  এ বিষয়ে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ  ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন