Daily News BD Online

নাগরপুরে শিক্ষা উপকরণ বিতরণ


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া সবুজ অবুজ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। এছাড়া ধুবড়িয়া সবুজ অবুজ কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন রোটারী ক্লাবের আই পিপি ছাবিনা ইয়াসমিন।
শনিবার সকালে রোটারী ক্লাব ঢাকা ইউনিট ধুবড়িয়া সবুজ অবুজ কিন্ডারগার্টেনে এ শিক্ষা উপকরণ ও কম্পিউটার বিতরণ করা হয়। ধুবড়িয়া সবুজ অবুজ কিন্ডার গার্টেনের পরিচালক মো. কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন, ছাবিনা ইয়াসমিন, ইঞ্জিনিয়র মো. সাজ্জাদ হোসেন, আসাদুল্লাহ, মল্লিক মাহবুবুর রহমান, ফাইজুল রহমান, আরশাদ হোসেন চঞ্চল, আব্দুল বারী বাবু, শরিফ হোসেন মুন্না, অনুষ্ঠানটি পরিচালনা করেন নুর আজিম দিদার। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে অতিথিরা কিন্ডার গার্টেনের পরিচালকের হাতে একটি কম্পিউটার তুলে দেন।
বিতরণ অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা ধুবড়িয়া সবুজ অবুজ কিন্ডারগার্টেন চত্বরে বৃক্ষরোপন করেন। এ সময় সবুজ অবুজ কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন