Daily News BD Online

নোয়াখালী সুবর্ণচরে মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত


 নোয়াখালী থেকে মোঃ আবদুল আজিজ  :

 
নোয়াখালী সুবর্ণচরে বাল্যবিবাহ ও অবৈধ পাওয়ার টিলার মাদকসহ নানা বিষয় নিয়ে মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার সকাল ১০টায় সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুবর্ণচর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ বাল্যবিবাহ, অবৈধ টলি বন্ধ, বালু উত্তোলন, ইভটিজিং, মাদক, সড়কে বেপরোয়া গাড়ি চালান বন্ধ, সন্ত্রাস, চুরি,ডাকাতি,দ্রব্যমূল্যের দাম নির্দিষ্ট দামের থেকে বেশি রাখার বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আলামিন সরকার।এছাড়া কৃষি,মৎস্যসহ নানা উন্নয়নমূলক প্রকল্পের বিষয় নিয়ে আলোচনা করেন।
 
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ডক্টর আব্দুর রব, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক, ১ নং চর জব্বার ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, ২নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান আমিরুল ইসলাম রাজিব,চর আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা ফরাদ হোসেন, উপজেলা এল,জি,ডি কর্মকর্তা শাহজালাল, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মহিতুল ইসলাম, পানি সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা ফায়ার সার্ভিস অফিসার কর্মকর্তা নুরনবী, আনসার ভিডিপির কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (ডিজি এম),বন কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন সাংবাদিক প্রভাষক নিজাম উদ্দিন,সভাপতি সুবর্ণ প্রেসক্লাব, সাংবাদিক আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক সুবর্ণ প্রেসক্লাব, সাংবাদিক কামাল চৌধুরী,সভাপতি সুবর্ণচর প্রেসক্লাব,সাংবাদিক আব্দুল বারী বাবলুসহ আরো অনেকে।
 
 
উক্ত মাসিক আইন শৃঙ্খলা সভার সভাপতি আল-আমিন সরকার সাম্প্রতিক ঘটে যাওয়া বাল্যবিবাহ ও বেপরোয়া পাওয়ার টিলারের  গতিরোধ এবং উল্লেখিত সকল সমস্যা নিয়ে সাংবাদিকসহ উপজেলার সকল কর্মকর্তার পরামর্শ ও সহযোগিতার কামনা করলেন। আগামী মাস থেকে  উক্ত সমস্যাগুলো না ঘটার প্রতিশ্রুতি দিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন