মো: সাইদুল ইসলাম : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ইঞ্জিনিয়ার মো:লিয়াকত আলীকে নিয়োগ প্রদান করেছেন
পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তিনি এ নিয়োগ প্রদান করেন।
জানা গেছে, ইঞ্জিনিয়ার মো: লিয়াকত আলীকে গত ১৮ অক্টোবর জাতীয় পার্টির নিজস্ব প্যাডে জিএম কাদের এমপি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেন, প্রিয় সহকর্মী সালাম ও শুভেচ্ছা নিবেন। নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারার বিধান অনুযায়ী আপনাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ প্রদান করা হলো। আমি বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবেন। সেই সাথে আপনার জেলা ও উপজেলা সহ পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করবেন। শুভেচ্ছান্তে গোলাম মোহাম্মদ কাদের (এমপি) চেয়ারম্যান,জাতীয় পার্টি। এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের প্রিয় মুখ সুযোগ্য-দক্ষ মানবিক ও দানবীর নেতা ইঞ্জিনিয়ার মো: লিয়াকত আলীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে নিয়োগ প্রদান করায় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপিকে অভিনন্দন জানিয়েছেন কালিহাতীর সর্বস্তরের মানুষ। এলাকার সাধারণ মানুষ মনে করেন যোগ্য ব্যক্তির স্থান যোগ্য স্থানেই শোভা পায় তাই জাতীয় পার্টির চেয়ারম্যান জননেতা জিএম কাদের এমপি কালিহাতীর যোগ্য ও এলাকার গ্রহণ যোগ্য ব্যক্তিকেই কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন তাই এলাকার সাধারণ মানুষ খুশি। এ বিষয়ে নতে চাইলে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের প্রিয় মুখ ইঞ্জিনিয়ার মো: লিয়াকত আলী এ প্রতিবেদককে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি স্বাক্ষরিত চিঠি হাতে পেয়েছি, আমি সকল নেতা-কর্মী সাথে নিয়ে পার্টির উন্নয়নে কাজ করছি। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি কাজ করে যাচ্ছি, আশা করি এলাকার জনগণ বিগত দিনের মতো আমার পাশে আছে এবং থাকবে। এক প্রশ্নের জবাবে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো: লিয়াকত আলী আরো বলেন, আমাকে জাতীয় পার্টি থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হয়ে আমি এ আসনটি পার্টির চেয়ারম্যান জননেতা জিএম কাদের এমপিকে উপহার দিবো ইনশাআল্লাহ।