Daily News BD Online

টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষনা


টঙ্গী প্রতিনিধি  :

গাজীপুর মহানগর ছাত্রলীগের অন্তর্গত টঙ্গী পূর্ব  থানা ছাত্রলীগের আহবায়ক  কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

আগামী তিন মাসের জন্য টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহবায়ক হয়েছেন শাহজাদা সেলিম লিটন।

যুগ্ম আহবায়ক হয়েছেন -আশরাফুল ইসলাম তুষার,এ.বি সিদ্দিক, নাহিন প্রধান, স্বপন মৃধা, শাহাদাৎ হোসাইন, মাহমুদুল হাসান শাহীন,মুজাহিদ হোসেন, কামরুল আহসান সুজন, এইচ ইমরান আহমেদ।  এছাড়াও কমিটিতে আরও  ৭জনকে সদস্য করা হয়। 

এদিকে নতুন কমিটি ঘোষণার পর ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস চলছে। 

টঙ্গী পূর্ব  থানা ছাত্রলীগের আহবায়ক শাহাজাদা সেলিম লিটন  জানান আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি সততার সাথে পালন করবো।সামনে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষ্যে জাহিদ আহসান রাসেল ভাইয়ের জন্য যে যে কার্য্যক্রম  মহানগর ছাত্রলীগ নির্দেশ করবে তা টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগ অক্ষরে অক্ষরে পালন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন