পাবনা আমিনপুর থানা দিন দাতিয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি এক কন্যার জননীর অণশন। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১ টার দিকে পাবনা আমিনপুর থানা দিন দাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নগরবাড়িতে টেইলার্স ব্যবসা করতেন সময়ে দাঁতিয়া গ্রামের রফিকের ছেলে হৃদয়। যার সুবাদে হৃদয়ের সাথে পরকিয়া প্রেম গড়ে ওঠে বসন্তপুর গ্রামের নুর ইসলামের মেয়ে ফাতেমার। তাদের মধ্যে চলে অবৈধ শারিরীক সম্পর্ক। যেকারণে ফাতেমা তার কন্যা সন্তান (রাফিয়া) থাকা সত্ত্বেও হৃদয় কে বিয়ে করার আশায় তার স্বামীকে ত্যাগ করে। বর্তমানে হৃদয় তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে বলে জানান ফাতেমা।
এ বিষয়ে মুঠোফোনে হৃদয়ের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রেমের সম্পর্ক ছিল, শারিরীক সম্পর্ক করেছি তাই বলে কি বিয়ে করতে হবে? আমার অবিভাবকরা আছে তারা যে সিদ্ধান্ত নিবে আমি তাই করবো।’
Tags
বাংলাদেশ