ফারুক মিয়াঃ
দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(কৃষি) গত ২৮ তারিখ বিএনপি'র সম্মেলনে হাইস মাইক্রো গাড়ি দিয়ে ঢাকা যাওয়ার পথে ২৭'তারিখ দিবাগত রাত শ্রীবরদী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে শ্রীবরদী মহাসড়কে।
পুলিশ সূত্রে জানা গেছে,শিক্ষক ফারুকুল ইসলাম ফারুকের কাছে বিস্ফোরকসহ বিভিন্ন সঞ্জরাম পাওয়া গেছে। বর্তমানে শিক্ষক ফারুকুল ইসলাম শেরপুর জেলা জেল হাজতে আছেন।
এবিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন সরকারের কাছে জানতে চাইলে তারা বলেন কখন কোন সময় তিনি গেছেন আমরা জানিনা তবে শুনেছি শ্রীবরদী থানা পুলিশ ২৭ তারিখ রাত্রে গ্রেফতার করেছে। তিনি মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা হিসেবে দ্বায়িত্ব আছেন।
এবিষয়ে প্রধান শিক্ষকের কাছে বিদ্যালের অনুপস্থিতের কথা জানালে প্রধান শিক্ষক এবিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন।
জানায় গেছে, তার স্থানীয় বাড়ী কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানা মোহনগঞ্জ ইউনিয়নের পাটাধোয়াপাড়া নয়াচর গ্রামের আবুছাইদ মন্ডলের ছেলে মাস্টার ফারুকুল ইসলাম(ফারুক)।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন,ফারুকুল ইসলাম ফারুককে বিস্ফোরক ও বিএনপি'র নাশকতা মামলায় শেরপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।